চাটমোহর কলেজে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

পাবনার চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজে ২০১৫-১৬ ইংরেজি শিক্ষাবর্ষের এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত বিজ্ঞাপনকে উপেক্ষা করে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায় করেছেন কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিকার চেয়ে ইউএনও কাছে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি কলেজ অধ্যক্ষ অস্বীকার করেছেন।

অভিযোগে জানা গেছে, চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের এইচএসসি ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেক শিক্ষার্থী কোন প্রদিবাদ না করে বিষয়টি মেনে কেউ কেউ প্রতিবাদ জানিয়ে প্রতিকার চান।

কলেজের মানবিক বিভাগের ছাত্রী মোছা. রাবেয়া খাতুন গত ১৮ ডিসেম্বর কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে পরীক্ষার ফি বাবদ তার কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং কোচিং না করিয়েও কোচিং ফি বাবদ ৩০০ টাকা সর্বমোট ৬ হাজার ৮০০ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ।

এ কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে ইউএনও বেগম শেহেলী লায়লার কাছে গত ৩১ জানুয়ারি (মঙ্গলবার) একটি আবেদন করেন রাবেয়া খাতুন। পরে ইউএনও বিষয়টি নিয়ে অ্যাসিল্যান্ড মো. মিজানুর রহমানকে তদন্তের নির্দেশ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, ছাত্রীটি নির্বাচনী পরীক্ষায় পাশ করেনি। ইংরেজি আইসিটি এবং মনোবিজ্ঞান বিষয়ে ফেল করেছে।

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে কীভাবে ফরম পূরণের সুযোগ দিলেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাকে পাশ কাটিয়ে ফরম পূরণ কমিটির কাউকে ধরে ফরম ফিলাপ করেছে। সে সময় আমি চিকিৎসাজনিত কারণে ঢাকায় ছিলাম। অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা আমার জানার বাইরে ঘটেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা বলেন, অভিযোগ পেয়েছি। অ্যাসিল্যান্ডকে তদন্তের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, আমি অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছি। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

একে জামান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।