নরসিংদীতে তিন দিনের ব্যবধানে ৫ খুন


প্রকাশিত: ০১:১০ পিএম, ৩০ মার্চ ২০১৫

নরসিংদীতে গত তিন দিনের ব্যবধানে পৃথক স্থানে এক শিশুসহ ৫ টি খুনের ঘটনা ঘটেছে। রোববার ভোরে জেলা শহরের চৌয়ালা মহল­ায় পারিবারিক বিরোধের জের ধরে মোঃ সাদত আলী খান (৫০) নামে এক ব্যবসায়ী,একই দিন সকাল সাড়ে ১১ টায় নরসিংদী বাজারের মধ্যে দুই মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস ও অনিল চন্দ্র বর্মন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাছ ব্যবসায়ী অজিত চন্দ্র দাস তার হাতে থাকা মাছকাটার বটি দিয়ে অনিল বর্মণকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত অনিল চন্দ্র বর্মণ ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে গত শনিবার রাত ৭টায় নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে মটর সাইকেল ছিনতাইকারীদের গুলিতে শহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হন।

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে অপহরণের ৩ দিন পর ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রী এলমা আক্তারকে খুন করে একটি ধানের জমিতে তার রক্তাক্ত দেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হোসেন পাঠানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এই নিয়ে গত তিন দিনের ব্যবধানে ৫টি খুনের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।