বীরগঞ্জে মাদক সেবী ও ব্যবসায়ীর জেল-জরিমানা


প্রকাশিত: ১১:৫১ এএম, ৩১ মার্চ ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জে রাখাল চৌধুরী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল এবং মোঃ খায়রুল ইসলাম (৪৮) নামের এক মাদকসেবীর ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রাখাল চৌধুরী পৌর শহরের কলেজ পাড়ার মৃত অমুল্য রায় চৌধুুরীর পুত্র এবং মোঃ খায়রুল ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের চনার মামুদের পুত্র।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমান আদালতে এ রায়  প্রদান করেন।

বীরগঞ্জ থানার এএসআই মোঃ বাবুল ইসলাম জানান, পৌর শহরের বলাকা মোড় নামকস্থানে সোমবার রাতে মাদকসেবীর কাছে ফেন্সিডিল বিক্রয় করার সময় বোতল ফেন্সিডিলসহ রাখাল চৌধুরী আটক করা হয়। একই দিনে মোঃ খায়রুল ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট নামকস্থানে প্রকাশ্যে গাঁজা সেবনকালে আটক করা হয়।

বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাখাল চৌধুরী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বিভিন্ন মামলা রয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।