৭৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল কৃষি কার্যক্রম


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

ঈশ্বরদীর ময়েজ উদ্দিন কৃষি খামার আড়কান্দিতে ৭৪টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুলের কৃষি কার্যক্রমের অংশ হিসেবে পেঁয়াজ রোপণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই স্কুল কৃষি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেখা রাণী বালোর স্বামী মনোজ কুমার, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মো. মকলেছুর রহমান মিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন মূলাডুলি ইউপি চেয়ারম্যান মো. সেলিম মালিথা, আওয়ামী লীগের ঈশ্বরদী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. ইসাহক আলী মালিথা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. রওশন জামাল।

স্কুল কৃষি কার্যক্রমের আয়োজন করেন উপজেলা পরিষদ ও বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ।

এতে আরও বক্তব্য রাখেন কৃষক মুরাদ আলী মালিথা। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।