পাবনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
পাবনায় ট্রাকচাপায় দেলোয়ার হোসেন (৩৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নলদাহ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার নিয়ামতুল্লাহপুর গ্রামের মৃত গোলজার সরদারের ছেলে ও কাছীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহতের চাচাতো ভাই আব্দুর রউফ জাগো নিউজকে জানান, সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে নলদাহ বাজারের কাছে একটি ভটভটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দেলোয়ার হোসেন রাস্তায় ছিটেকে পড়েন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, বর্তমানে তার মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একে জামান/আরএআর/জেআইএম