অর্ধকোটি টাকার হেরোইনসহ নারী আটক
রেলওয়ে পাকশী বিভাগের রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে সুফিয়া বেগম ফুদন (৫০) নামে এক যাত্রীকে পাঁচশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
শুক্রবার সকালে রেলওয়ে পাকশী বিভাগের কমলাপুর স্টেশনে নিরাপত্তাবাহিনীর কমান্ডেন্ট জহিরুল ইসলামের নেতৃত্বে সিপাহী কাইয়ূম তাকে আটক করেন।
কমান্ডেন্ট জহিরুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর স্ত্রী সুফিয়া বেগম ফুদন দীর্ঘদিন থেকে হেরোইন ব্যবসার গড ফাদারদের হেরোইনের বড় বড় চালান নিয়ে ঢাকা পৌঁছে দিত। বিনিময়ে চালান প্রতি সে পাঁচ হাজার করে টাকা পেত। একইভাবে সে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের পাঁচশ গ্রাম হেরোইন নিয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে চড়ে ঈশ্বরদী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
বিষয়টি নিরাপত্তাবাহিনীর ঢাকাস্থ কমান্ডেন্ট অফিসের দায়িত্বশীল সূত্র জানতে পারে। পরে ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার পর রেলওয়ে মহিলা পুলিশের মাধ্যমে সুফিয়া বেগম ফুদনের দেহ তল্লাশি করে হেরোইনসহ তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ফুদন জানায়, টাকা আয়ের জন্য সে দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার গড ফাদারদের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চল থেকে বিভিন্ন ট্রেন ও বাসে করে ঢাকায় পৌঁছে দেয়ার কাজ করে আসছিল।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর