পাবনায় শিশুর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১০:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

পাবনার বেড়া উপজেলায় ইমন নামে দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর সদরের পায়না গ্রামের অদূরে একটি ক্যানেল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
শিশু ইমন একই গ্রামের ফরমান মোল্লার ছেলে।   
 
নিহত শিশুর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ফরমান মোল্লা ও তার স্ত্রী দেড় বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তারা জেগে দেখেন তাদের সন্তান বিছানায় নেই এবং ঘরের দরজা খোলা। এসময় তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও  শিশুটিকে পাননি।    
 
সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে একটি ধানের মাঠের ক্যানেলের পাড়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে বেড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
 
এ ব্যপারে পাবনার সহকারী পুলিশ সুপার  (বেড়া সার্কেল) সামসুল হক জানান, শিশুটির মৃত্যুর ঘটনা রহস্যজনক। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।