বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি : আহত ৩


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীর বাউফলে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিনা জুয়েলার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় বোমার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার সময় পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল বিনা জুয়েলার্স লক্ষ্য করে ৭- ৮টি হাতবোমা নিক্ষেপ করে। তখন পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ডাকাত দল দোকানের মধ্যে প্রবেশ করে সুকেস ভেঙে স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ডাকাত দল অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে তা নিষ্ক্রীয় করেছে। বোমার আঘাতে জুয়েলার্সের কর্মচারী শুধাংস বালা (২৮), সিবাশ সিকদার (২৫) ও রিকশাচালক আলতাফ গাজী (৫০) আহত হন। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী বলেন, দুটি সুকেস ভেঙে ছোটবড় অনেকগুলো গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কতগুলো অলঙ্কার নিয়েছে এ মুহূর্তে সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।