পটুয়াখালীতে আগুনে ১১ দোকান ভস্মিভূত
পটুয়াখালী শহরের বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।
জমির মালিক অ্যাডভোকেট মো. ফোরকান (রতন) জানান, সম্পূর্ণ জায়গায় একযোগে আগুন লেগে মুহূর্তেই দোকানগুলো ভস্মিভূত হয়ে গেছে।
শাহবুদ্দিন নামে স্থানীয় ব্যবসায়ী জানান, দুর্বৃত্তরা রাতে আগুন দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ১১টি দোকান ভস্মিভূত হয়েছে। আমরা এখন নিঃস্ব।
ভস্মিভূত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহাবুদ্দিনের মুদি দোকান, আলতাফের চায়ের দোকান, হাসানের চায়ের দোকেন, নুর আলমের কম্পিউটারের দোকান, দুলালের চায়ের দোকোন, আবদুর রহিমের চায়ের দোকান, সুভাষের সেলুন, একটি মুদি দোকানসহ ১১টি দোকান।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ব্যবসায়ীদের ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস