আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে : সিইসি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আগামী ৬ মার্চ গলাচিপা পৌরসভা ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী আমাকে আশস্ত করেছেন। নির্বাচন সুষ্ঠু হবে।

মঙ্গলবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়েএ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি আরও বলেন, আগামীকাল সকাল থেকেই নির্বাচনী এলাকায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত থাকবেন। যাতে প্রার্থীরা নির্ভয়ে প্রচার প্রচারণা চালাতে পারেন। এছাড়া ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এজন্য পুলিশ, র‌্যাব এবং কোস্টগার্ড সদস্যরা থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও থাকবেন। অতএব গলাচিপা ও রাঙ্গাবালীর ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে আশঙ্কা করছে তা মিথ্যা প্রমাণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। রাঙ্গাবালী একটি বিচ্ছিন্ন এরিয়া। সেখানে একটু আশঙ্কা থেকেই যায়, কিন্তু সেই আশঙ্কা মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে স্থানীয় প্রশাসন থেকে। নির্বাচনে কোনো প্রকার অসুবিধা হবে না। মানুষ গোপনকক্ষে ভোট প্রদান করবে। দুটি এরিয়ায় নির্বাচন হচ্ছে এটি কন্ট্রোল করা কোনো বিষয় নয়।

এ সময় জেলা প্রশাসক একেএম শামীমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানসহ জেলা প্রশাসনের লোকজন  উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।