ফের বাস বন্ধ পটুয়াখালীতে


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০২ মার্চ ২০১৭

সারাদেশে চলামান বাস ধর্মঘট প্রত্যাহার নিয়ে বুধবার পটুয়াখালী বাসস্ট্যান্ডে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতাদের মধ্যে কথা কাটাকাটি ও মারারির ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে বুধবার বিকেল থেকে জেলার সকল রুটে আবারও বাস চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে মালিক ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান করায় বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ থকলেও মহাসড়কে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দীর্ঘ এই বাস ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, আমরা বাস চলাচল স্বাভাবিক রাখতে চাই কিন্তু শ্রমিক ইউনিয়ন গাড়ি চালাতে চাচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের কাছে মৌখিক ভাবে বলা হয়েছে। প্রশাসন বিষয়টি দেখছে।

জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার জানান, প্রশাসন তাদের জানমালের নিরাপত্তা দিলে তারা গাড়ি চলানো শুরু করবে।
 
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, সমস্যা সমাধানে তারা বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করা যাবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, ১লা র্মাচ ধর্মঘট প্রত্যাহার নিয়ে মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।