এমপির ছবি তুলতে মানা


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৫ মার্চ ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপ-পনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচরণা চালিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহাবুবুর রহমান তালুকদার।

শনিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ছোট বাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। মাইকে ঘোষণার পরপর এমপি মাহাবুব প্রায় ১৭ মিনিট বক্তব্য রেখে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চান।

বক্তব্যে তিনি বলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী দেলোয়ার হোসেনকে নৌকা মার্কায় ভোট দিলে রাঙ্গাবালীর ঘরে ঘরে বিদ্যুৎ আসবে। রাস্তাঘাটের উন্নতি হবে, হাসপাতাল হবে। এলাকায় সব ধরণের উন্নয়ন হবে। তাই নৌকার বিকল্প নাই। ৬ মার্চের নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই।

বিকেল ৪টায় সভা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। তবে পুরো সময় জুড়ে সভাস্থলের ছবি তোলায় ছিল নিষেধাজ্ঞা। এমনকি ওই নিষেধাজ্ঞার বিষয়টি দফায় দফায় মাইকে ঘোষণাও দেয়া হয়।

একাধিক যুবক মোবাইল ক্যামেরা দিয়ে ওই সভা এবং এমপির বক্তব্য দেয়ার ছবি তোলার সময় তাদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীরা। সাংবাদিকদের ছবি তোলায়ও কড়া নজরদারি ছিল।
 
এ ব্যাপারে স্থানীয় এমপি মাহাবুবুর রহমান তালুকদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন।

ওই সভায় ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমবিএম আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

এদিকে, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকন অভিযোগ করে জাগো নিউজকে বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারের সকল কর্মকর্তারা সরকার দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে। তারা একাধিকবার হামলা এবং সহিংসতা ঘটিয়েছে অথচ মারামারির মিথ্যা অভিযোগে শনিবার গভির রাতে গ্রেফতার করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারকে।

সার্বিক পরিস্থিতি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সিইসি আমার পটুয়াখালীর ছেলে, আশা করছি তার এলাকার ইজ্জত রক্ষার্থে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে।
 
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের প্রার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, বিএনপি প্রার্থী প্রতিপক্ষ হিসেবে আমার বিরুদ্ধে অভিযোগ এনে কিছু সুবিধা তো নিতে চায়বেনই। আমার সমস্ত পোস্টার ব্যানার ছিড়ে ফেলেছে তার লোকজন। আমি চাই নির্বাচনের সুষ্ঠ পরিবেশ। আর সেই পরিবেশ বিঘ্নিত করছেন বিএনপি প্রার্থী।

এছাড়া এমপি সাহেব নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নেননি। তিনি অন্য একটি প্রোগ্রামে রাঙ্গাবালী এসেছিলেন বলেও জানান আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মো. দেলোয়ার হোসেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।