গলাচিপায় আ.লীগ প্রার্থী তুহিন জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৬ মার্চ ২০১৭

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা নির্বাচনে ৬ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল হক তুহিন বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত মো. জাহাঙ্গীর হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ আবু তালেব মিয়া নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭৯৭ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় মোট ১৪ হাজার ৬৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার সকাল ৮টা থেকে এক যোগে ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।