হাবিপ্রবিতে সংঘর্ষে নিহতদের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

এদের মধ্যে জাকারিয়াকে তার গ্রামের বাড়ি খানসামা উপজেলার ভাবকী গ্রামে পারিবারিক কবরস্থানে দাদী সালেহা খাতুনের কবরের পাশে দাফন করা হয়েছে। আর মাহামুদুল হাসান মিল্টনকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার বাদ আসর জানাজা শেষে শেষে তাদেরকে দাফন করা হয়।

নিহত জাকারিয়ার বাবা গোলাম মোস্তফা জানান, তার ছেলেকে দাদির কবরের পাশে সমাহিত করা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।