দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০২:৩০ এএম, ১০ মে ২০১৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়া থেকে তাকে আটক করা হয়। একই সময় হেরোইনের সঙ্গে মাদকদ্রব্য বিক্রিকৃত ২৪ হাজার ৬শ ১০টাকা উদ্ধার করা হয়।

অাটক নজরুল ওই এলাকার মৃত লোকমান আলী শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উত্তর দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়ার নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ২৪ হাজার ৬শ ১০ টাকাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের অানুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।