রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অাসামি গ্রেফতার
রাজবাড়ীতে পুলিশি অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অাসামি শহিদুল মোল্লাকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের চরলক্ষ্মীপুর তালতলা থেকে গ্রেফতারের পর অাজ শনিবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতার শহিদুল চরলক্ষ্মীপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে।
রাজবাড়ী সদর থানার এএসঅাই নুর ইসলাম জানান, পুলিশের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অাসামি শহিদুলকে চরলক্ষ্মীপুর তালতলা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি