১৯ ঘণ্টা পর রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২১ মে ২০১৭
ফাইল ছবি

দীর্ঘ ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে লাইনচ্যুত কালুখালী-ভাটিয়াপাড়া একসপ্রেস ট্রেনটির উদ্ধার কাজ শেষ হলে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে ট্রেন লাইনচ্যুত হয়। এরপর সারারাত চেষ্টা করে রেল কর্তৃপক্ষ ব্যর্থ হয়ে রাত ৩টার দিকে ঈশ্বরদীতে রিলিফ ট্রেনের জন্য জানায়। রিলিফ ট্রেনটি রোববার সকাল ৯টায় উদ্ধার কাজ শুরু করে এরপর তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার আব্দুল গফুর জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে “কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন”। ওই ট্রেনটি সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী রেলস্টেশনের কাছাকাছি ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় আসলে একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ীর সঙ্গে তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটিকে টেনে তোলা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।