৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্টোর কিপার গ্রেফতার


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ মে ২০১৭

সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে সাত কোটি টাকার চিকিৎসা সামগ্রী আত্মসাৎ করার অভিযোগে সদর হাসপাতালের স্টোর কিপারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল ১০টার দিকে সিভিল সার্জন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্টোর কিপার কেএম ফজলুল হক শ্যামনগর উপজেলার ইছাকুর গ্রামের আজিজুল হকের ছেলে। বর্তমানে শহরের তিনি মধুমল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা।

দুদকের খুলনা শাখার উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতাল-২ অধিশাখা বাংলাদেশ সচিবালয় ২০১৪ সালের ১৪ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে সাত কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৬৪৫ টাকার চিকিৎসা সামগ্রী সাতক্ষীরার সকল উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিতরণের  নির্দেশ দেয়। ওই বছরের ৮ আগস্ট ওইসব মালামাল সাতক্ষীরা সিভিল সার্জন অফিসকে দেয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে ইনডেন্ট প্রদান করা হয়। সে অনুযায়ী সিভিল সার্জন অফিসের স্টোর কিপার কে এম ফজুলুল হক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত স্টোর কিপার হিসেবে ওই মালামাল নিজে স্বাক্ষর করে বুঝে নেন।

ওই সময় সাতক্ষীরা সিভিল সার্জন হিসেবে ডা. সালেহ আহম্মেদ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি ডা. উৎপল কুমার দেবনাথ সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব বুঝে নেন। তিনি ওইসব মালামাল যথাযথভাবে উপজেলা হাসপাতালগুলোতে সরবরাহ করা হয়েছে কিনা জানতে চেয়ে কেএম ফজলুল হকের অনিয়ম টের পান।

২১ মার্চ তিনি এ সংক্রান্ত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। ডা. আরিফ আহম্মেদ, ডাঃ আবুল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আহম্মেদ মাসুমকে তদন্ত কমিটির সদস্য করা হয়। গত বছরের ১৯ মে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেন। তদন্তে সাত কোটি ১০ লাখ ৪৩ হাজার ৭৪৫ টাকার মালামাল কেএম ফজলুল হক আত্মসাৎ করেছেন বলে প্রমাণিত হয়।

যেহেতু ডা. সালেহ আহম্মেদ সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন সে কারণে তার বিরুদ্ধে ওই মালামাল আত্মসাতের সহযোগিতার অভিযোগ আনা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জাগো নিউজকে বলেন, দুদকের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মহাতাব উদ্দিন বাদী হয়ে রোববার থানায় দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।