হত্যা-অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ীতে হত্যা, অস্ত্র ও চাঁদাবজিসহ মোট ৭ মামলার আসামি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর সক্রীয় সদস্য আমজাদ শেখকে (২৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হলেও সোমবার দুপরে এ তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ। গ্রেফতার আমাজাদ রাজবাড়ীর দয়ালবদ্ধ এলাকার ফজের আলীর ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান বলেন, গ্রেফতার আমজাদ নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে ৩টি হত্যা, ১টি অস্ত্র, ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমএস