রাজবাড়ীতে দুই দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২২ মে ২০১৭

‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৃহত্তর ফরিদপুর জেলা গণসংগীত উৎসব।

সোমবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী আযাদী ময়দানে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।

দুই দিনব্যাপী বৃহত্তর ফরিদপুর জেলা গণসংগীত উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর।

সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী গণসংগীত উৎসবে রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং ঢাকা জেলার মোট নয়টি সংগঠন অংশগ্রহণ করবে। অাগামীকাল মঙ্গলবার এর সমাপনী অনুষ্ঠিত হবে।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।