পটুয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৩ মে ২০১৭

পটুয়াখালীর বাউফলে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হলেও মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতাররা হলেন সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের আফজালুর রহমান হিমু (৫০) এবং বাউফল পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চানমিয়া ওরফে চান্দু (৩০)।

বাউফল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিমু এবং চান্দুর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।