রাজবাড়ী আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছবেদ আলী মারা গেছেন


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৭ মে ২০১৭

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উজানচর ইউনিয়নের সাবেক সদস্য শেখ মো. ছবেদ আলী (৬৮) ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শনিবার বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তিনি গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অাগামীকাল রোববার সকাল ৯টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের শ্রদ্ধা জানানোর পর সাড়ে ১০টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনেের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।