ঘূর্ণিঝড় মোরা’র আতঙ্ক কাটতে শুরু করেছে


প্রকাশিত: ০৮:২০ এএম, ৩০ মে ২০১৭

পটুয়াখালী উপকূলের মানুষদের মাঝে ঘূর্ণিঝড় মোরা’র আতঙ্ক কাটতে শুরু করায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। তবে পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর ও অভ্যান্তরীন নৌ রুটে ৪ নম্বর বিপদ সংকেত থাকায় সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় নদী বন্দরে দূর-দূরান্তের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। অনেকেই লঞ্চ না ছাড়ার খবরে নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।

potuakhali

এদিকে, মঙ্গলবার সকালে আবহাওয়া ভালো থাকার কারণে পটুয়াখালীর বিচ্ছিন্ন চর গুলোর মানুষ নিরাপদ আশ্রয় থেকে নিজ নিজ গন্তেব্যে ফিরে গেছেন। জেলার কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া মৎস্য বন্দর আলীপুর, মহিপুর, রাঙ্গাবালী, মৌডুবিসহ বিভিন্ন স্থানে জেলেরা ট্রলার নোঙ্গর করে নিরাপদ আশ্রয়ে আছেন।

পটুয়াখালী নৌ বন্দরের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, অভ্যন্তরীন রুটে ৪ নম্বর বিপদ সংকেত থাকায় সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।