দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহসীন আলী (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ির ফ্যানের সংযোগে বিদ্যুৎস্পষ্ট হয়ে তিনি মারা যান। নিহত মহসীন আলী উপজেলার বিজোড়া ইউনিয়নের রসুল সাহাপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং বিজোড়া স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক।
বিরল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম শরিফ জানান, নিহত মো. মহসীন আলী বিকেল ৫টার দিকে নিজ শয়ন কক্ষের ফ্যানের সংযোগ মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করার পর সেখানেই তিনি মারা যান।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসএস/আরআই