নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু
নোয়াখালী জেলা কারগারে এমদাদ হোসেন তুষার (৩৫) নামে এক কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার বুকে ব্যাথা উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এমদাদ হোসেন সেনবাগ উপজেলার হাসমত উল্যাহ চৌধুরীর ছেলে।
জেল সুপার মনির হোসেন জাগো নিউজকে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরের ডিসেম্বর মাসের ২৮ তারিখে এমদাদ হোসেন কারাগারে আসেন। কারাগারে থাকা অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ তার বুকে ব্যাথা উঠলে কয়েকবার বমি করেন। দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এমদাদ হোসেন বাবা-মায়ের অবাধ্য সন্তান ছিলেন। মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারের লোকজন তাকে এর আগে বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করেছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম