পুলিশের তাড়া খেয়ে শিবিরকর্মীর মৃত্যু


প্রকাশিত: ০২:৪৫ এএম, ১৭ জুন ২০১৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হেলাল নামে শিবিরের এক কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসুরহাট বাজারে গোপন বৈঠককালে গ্রেফতারের পর কৌশলে পালিয়ে যায় হেলাল। এ সময় তাড়া খেয়ে বাড়িতে গিয়ে মৃত্যু হয় হেলালের।

মৃত হেলাল বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মোল্লা ওরফে আবুল কালাম মোল্লার ছেলে।

এদিকে, ওই বৈঠক থেকে ফজলুল করিম রিয়াদ (২৫) ও ফখরুল ইসলাম রাজু (২৩) নামে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বি জাগো নিউজ জানান, সন্ধ্যায় বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেলে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের কর্মীর গোপন বৈঠকের খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যান।

এদের মধ্যে রিয়াদ ও রাজুকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে আসা হয়। অপরজন হেলালের সঙ্গে মোটরসাইকেল থাকায় তাকে একজন আমর্ড পুলিশ দিয়ে থানায় আনার ব্যবস্থা করা হয়। কিন্তু তিনি থানায় না এসে উপজেলার সামনে মোটরসাইকেল রেখে পালিয়ে দৌঁড়ে বাড়ি চলে যান, পরে বাড়িতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃত হেলাল ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

মিজানুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।