মূসক ফাঁকির অভিযোগে বগুড়ায় কোটি টাকার মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:২১ এএম, ১৭ জুলাই ২০১৭

বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে এক কোটি ১৫ লাখ টাকার বিভিন্ন মালামাল আটক করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা। এগুলো কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বগুড়ার উপ-কমিশনার নুর উদ্দিন মিলন জানান, সোমবার ভোরে তারা প্রথমে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় অভিযান চালান। কাস্টমসের কর্মকর্তারা এ সময় চারটি কাভার্ডভ্যান আটক করেন। পরে সেসবভ্যানে তল্লাশি করে ৮০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরির উপকরণ ও কাঁচামাল পলিপ্রোপাইলিন (পিপিদানা) আটক করা হয়। এই মালামালগুলোর প্রায় ৩৫ লক্ষাধিক টাকার শুল্ক কর দেয়া হয়নি।

bogra2

এরপর শহরের ইয়াকুবিয়া মোড়ে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রংপুরের বিভিন্ন ব্র্যান্ডের জাল ব্যান্ডরোলযুক্ত ও ব্যান্ডরোলবিহীন সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিরারেটের মূল্য ৩৫ লক্ষাধিক টাকা। এখানেই সরকারের প্রাপ্য ২৫ লাখ টাকা মূসক ফাঁকি দেয়া হয়েছে। অভিযানের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

লিমন বাসার/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।