সিরাজগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৫ জুলাই ২০১৭

সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো থেকে তেল চুরির ছবি তোলায় সাংবাদিক মো. মুমীদুজ্জামান জাহানের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে দৈনিক যুগান্তর ও বিজয় টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ২৪ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই বাঘাবাড়ি তেল ডিপোর ভেতরে ট্যাংকলরি থেকে তেল চুরির ছবি তোলায় যমুনা ওয়েল কোম্পানির অফিস কক্ষে ঢুকে সংঘবদ্ধ তেল চোর চক্রের লোকজন বাদীকে মারধর করে হত্যার চেষ্টা করে। বাঘাবাড়ি নৌ বন্দরের ফার্নেস ওয়েল ঘাট দিয়ে তেলবাহী জাহাজ থেকে ছয় লাখ লিটার ডিজেল চুরি করার সংবাদের ফলোআপ করতে ঘটনাস্থলে যান বাদী। এ সময় বাঘাবাড়ি ওয়েল ডিপোর নিরাপত্তারক্ষীদের সামনেই তেল চুরি করতে দেখে তিনি এর ছবি তোলেন। এ কারণে তেল চোররা তার ওপর হামলা চালায় ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ হামলায় তার বাম চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকালে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।