বগুড়ায় বিএমএ নির্বাচনে আ.লীগ-সমর্থিত প্যানেল জয়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৭ জুলাই ২০১৭

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার কার্যকরী পরিষদ নির্বাচনে (২০১৭-২০১৮) আওয়ামী লীগ সমর্থিত ও স্বাচিপ মনোনীত মোস্তফা আলম নান্নু ও রেজাউল আলম জুয়েল পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বিএমপি সমর্থিত ও ড্যাব-মনোনীত পরিষদ শাহ মো. শাহজাহান-আলী ইকবাল হাসান প্যানেলের ভরাডুবি হয়েছে।

বিএমএর নির্বাচনে এবার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২২টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বাচিপ বগুড়ার সভাপতি ডা. সামির হোসেন মিশু।

বিএমএ বগুড়া শাখার নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোট ১ হাজার ১৫৬ জন ভোটারের মধ্যে ৭৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে নান্নু-জুয়েল পরিষদে সভাপতি পদে ডা. মোস্তফা আলম নান্নু, সহ-সভাপতি পদে ডা. জাহাঙ্গীর আলম ও ডা. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক পদে ডা. রেজাউল আলম জুয়েল, যুগ্ম সম্পাদক পদে ডা. মনিরুজ্জামান আশরাফ বিপুল, সাংগঠনিক সম্পাদক পদে ডা. অসীম কুমার সাহা, দফতর সম্পাদক পদে ডা. মাহবুবুর রহমান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. সুশান্ত কুমার সরকার, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়, সমাজ কল্যাণ সম্পাদক পদে ডা. শফিক আমিন কাজল, সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. এটিএম বশির আহমেদ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. নূর আলম নয়ন বিজয়ী হন।

একইভাবে কার্যনির্বাহী সদস্য পদে ডা. একেএম আহসান হাবিব, ডা. রফিকুল ইসলাম, ডা. মজিবর রহমান সেলিম, ডা. আবুল কালাম আজাদ, ডা. অলোক কুমার সরকার, ডা. আব্দুল্লা আল বারি, ডা. তন্ময় বর্মন, ডা. আশরাফুল ইসলাম, ডা. মোস্তফা মাহবুব ও ডা. কেএম জিসাদ কবীর জয়ী হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. শাহজাহান আলী সরদার ফলাফল ঘোষণা করে জানান, এবার অপটিক্যাল মার্কস রিডার (ওএমআর) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।