জনগণ বারবার আ.লীগকে ক্ষমতায় দেখতে চায় : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৩০ জুলাই ২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। আর উন্নয়ন চায় বলেই এদেশের জনগণ বারবার উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়।

রোববার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, লন্ডনে বসে বেগম জিয়া ও তার সন্তান দেশকে অকার্যকর করতে আগামী নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলেই বিএনপি দেশি-বিদেশি চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যেকোনো অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করে দেবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ আমেরিকা-ইউরোপকে ছাড়িয়ে গেছে। এখন সময় এসেছে দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধ হওয়ার। দেশবিরোধী শত্রুদের শক্ত হাতে দমন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, কাজীপুর পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক ছাইদুল ইসলাম, আব্দুল হান্নান তালুকদার, গান্দাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।