ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে শ্রেণিকক্ষে তালা
ম্যানেজিং কমিটি গঠনের দ্বন্দ্ব নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিটি শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয়রা।
সোমবার বেলা ১১টায় উপজেলার তবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষই তালাবদ্ধ রয়েছে।
এলাকাবাসী জানায়, গত কয়েক বছর ধরে তবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুনের যোগসাজশে গোপনে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এবার ওই একই নিয়মে কমিটি তৈরি হয়।
সোমবার সভাপতি নির্বাচিত করার জন্য গোপনে তৈরিকৃত কমিটির সদস্যদের ডেকে আলোচনা ও সভাপতি পদে ভোটাধিকার চলছিল।
বিষয়টি এলাকাবাসী টের পেলে সচেতন অভিভাবকরা দল বেঁধে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে জানতে চাইলে তাদের সঙ্গে প্রধান শিক্ষকের তর্কাতর্কি হয়।
পরে শত শত নারী পুরুষ অভিভাবক ও এলাকার সচেতন সমাজ ওই নির্বাচন বাতিল করে দেয় এবং একপর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের ক্লাসরুম তালাবদ্ধ করে দেয়।
পরে চান্দাইকোনা ইউনিয়ন ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম নির্বাচন স্থগিত করে আগামীতে স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী শান্ত হয়।
এ বিষয়ে স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সুরভী, নিশু, উর্মি ও জেমি বলেন, স্কুলে গণ্ডগোল দেখে আমরা চলে এসেছি। পরে অনেক মানুষ আমাদের ক্লাসরুম তালা দিয়েছে।
এ বিষয়ে ওই স্কুলের অভিভাবক নজরুল, নজিবুর রহমান, নাজমুল ইসলাম, জাহিদুল ও শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তারা পুরাতন কমিটির সভাপতি আ. রশিদ ও প্রধান শিক্ষক আসমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা গোপনে নিজেদের পছন্দমতো মানুষদের নিয়ে কমিটি গঠন করে আসছিল। আমরা এর প্রতিবাদ করেছি। তাদের যোগসাজশে তৈরি করা কোনো কমিটি মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রধান শিক্ষক আসমা খাতুনের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এলাকার সচেতন মানুষদের ডেকে নিয়ে কমিটি গঠন করার প্রক্রিয়া নিয়েছি। এখানে কোনো অনিয়ম হয়নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, বিষয়টি আমি জানি না। তবে নির্বাচন অস্বচ্ছ হোক এটা আমরা চাই না। সকলকে নিয়েই নির্বাচন হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস