সিরাজগঞ্জে ৫ নারী জেএমবির বিরুদ্ধে অভিযোগ গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৬ পিএম, ৩১ জুলাই ২০১৭

নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) আত্মঘাতী স্কোয়াডের ৫ নারী সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার দুপুরে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের ৫ নারী সদস্যদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক ড. ইমান আলী। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় এ অভিযোগ গঠন করা হয়।

৫ নারী সদস্যরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার দুই মেয়ে শাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩৫) ও আব্দুল আজিজের মেয়ে আছিয়া খাতুন আকলিমা (২০)।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম খলিল ইমন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামে জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশের বাড়িতে অভিযান চালিয়ে তার মা ও দুই বোন ও এক সহযোগীকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জেহাদি বই, কম্পিউটার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই মামলায় ২০১৬ সালের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কড্ডার মোড় থেকে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে এই মামলার চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী। সোমবার দুপুরে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের ৫ নারী সদস্যর উপস্থিতিতে এ অভিযোগ গঠন করে আদালত।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।