ব্রাহ্মণবাড়িয়ায় কালীমন্দিরে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবড়িয়া
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৯ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার টেংকেরপাড় এলাকার আনন্দময়ী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরে কালী মূর্তির শরীরে থাকা রূপার অলঙ্কার ও প্রণামী বাক্স চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির সংশ্লিষ্টরা। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও ১নং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

Brahamanbari

কালীমন্দিরের ট্রাস্ট কমিটির সভাপতি প্রাণতোষ চৌধুরী জাগো নিউজকে বলেন, সকাল ৬টার দিকে সেবায়েত মন্দিরের কলাপসিবল গেটের তালা খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখা যায় কালী মূর্তির শরীরে থাকা আনুমানিক ১০/১২ ভরি রূপার অলঙ্কার ও দুটি প্রণামী বাক্স চুরি হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজিজুল সঞ্চয়/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।