কমছে যমুনার, বাড়ছে বাঙালি নদীর পানি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কমলেও বাড়ছে বাঙালি নদীর পানি। শনিবার বাঙালি নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক দুর্গত এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রোয়েন বাঁধে বিভিন্ন চরাঞ্চলের বানভাসি প্রায় দেড়শ পরিবার আশ্রয় নিয়েছে। ওইসব পরিবারের কেউই এখন পর্যন্ত ত্রাণ পাননি।
ওই বাঁধে আশ্রয় নেয়া ইংরেজ সরকার ও বিধাবা আয়েশা বেওয়া বলেন, একটি তাবুর নিচে ১৫ দিন ধরে ৬টি পরিবারের ১৬ জন মানুষ আশ্রয় নিয়েছি। সবাই দিনমজুর। অন্য এলাকায় কী অবস্থা জানি না। তবে আমাদের এখানে কোনো ত্রাণ পৌঁছেনি।
এদিকে যমুনার পানি কমলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে জ্বরসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে।
আরএআর/আরআইপি