জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগী গ্রেফতার
ঢাকার মিরপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র্যাব -১২ সিপিসি-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- জেএমবির সক্রিয় সদস্য সিরাজগঞ্জ জেলার সাহেদনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহাদত হোসেন ওরফে আমির হামজা (২২) এবং নেত্রকোনা জেলার মোহগঞ্জ থানার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সম্রাট মিয়া ওরফে হুরের খোজে (২১)।
এ বিষয়ে র্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকার মিরপুরে অভিযানে নিহত আব্দুল্লাহর বাড়িতে গত ২৫ আগস্ট বৈঠকে গ্রেফতার সম্রাট ও শাহাদত স্বশরীরে অংশগ্রহণ করে। এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। যা র্যাবের প্রো-অ্যাক্টিভ অভিযানে ভেস্তে যায়। বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন জিহাদি পোস্ট, জিহাদি পিডিএফ ফাইল মনোযোগ দিয়ে পড়তো। একই সঙ্গে তাদের সহযোগীদের ধ্বংসাত্মক পরিকল্পনা তাদের আকৃষ্ট করতো। এভাবেই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, গ্রেফতাররা গত ১০ সেপ্টেম্বর ওই বৈঠক করে। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। গ্রেফতারদের তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারদের কালিহাতী থানার ১নং মামলায় গ্রেফতার দেখিয়ে ও রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার বীনা রাণী দাস, র্যাব-১২ সিপিসি-৩ সিরাজগঞ্জের অবস্ অফিসার থোয়াই অং মারামা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি