টাঙ্গাইলে ব্লু হোয়েল গেম বন্ধের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:০৭ এএম, ১০ অক্টোবর ২০১৭

নীল তিমির থাবায় আতঙ্ক সর্বত্র। সম্প্রতি ব্লু হোয়েলের ফাঁদে পা দিয়ে আত্মহত্যা করেছে রাজধানীর এক কিশোরী। ক্রমেই গোটা দেশে নীল তিমির আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ইন্টারনেটভিত্তিক এ অন্ধকার গেইম ব্লু হোয়েল বন্ধের দাবি ও জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল ‘ওয়াকর্স ফর এভরিওয়ান’।

মঙ্গলবার দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক ও নিউএইজ প্রতিনিধি হাবিব খান ও ওয়াকর্স ফর এভরিওয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম অনন্তসহ অন্য সদস্যরা।

বক্তারা অবিলম্বে এ গেইম তাৎক্ষণিক বন্ধ ও এই গেইমের এডমিনদের আইনের আওতায় আনার দাবি জানান।

ব্লু হোয়েল গেম আসলে কী? এ প্রশ্নের জবাবে বলা যায়, অনলাইনে একটি কমিউনিটি তৈরি করে চলে এ প্রতিযোগিতা। এতে মোট ৫০টি ধাপ রয়েছে। ধাপগুলো খেলার জন্য ওই কমিউনিটির অ্যাডমিন বা পরিচালক খেলতে ইচ্ছুক ব্যক্তিকে বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে থাকে। প্রতিযোগী সে চ্যালেঞ্জ পূরণ করে তার ছবি আপলোড করে। শুরুতে মোটামুটি সহজ এবং কিছুটা চ্যালেঞ্জিং কাজ দেয়া হয়। যেমন- মধ্যরাতে ভূতের সিনেমা দেখা, খুব সকালে ছাদের কিনারা দিয়ে হাঁটা, ব্লেড দিয়ে হাতে তিমির ছবি আঁকা ইত্যাদি। ধাপ বাড়ার সঙ্গে সঙ্গে কঠিন ও মারাত্মক সব চ্যালেঞ্জ দেয় পরিচালক। যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সর্বশেষ ধাপ হলো আত্মহত্যা করা। অর্থাৎ গেম শেষ করতে হলে প্রতিযোগীকে অাত্মহত্যা করতে হবে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।