শিশু পাচারকারী চক্রের দুই সদস্য আটক, ৫ শিশু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ অক্টোবর ২০১৭

টাঙ্গাইল পৌর এলাকার তালতলা থেকে আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের দুই সদস্য মা ও ছেলেকে আটক করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ।

এ সময় পাচারের উদ্দেশ্যে নেয়া ৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ অপরাধে মঙ্গলবার দুপুরে পাচারকারী চক্রের সদস্য মির্জাপুর উপজেলার বানিয়ারা কড়াইল গ্রামের প্রয়াত প্রদীপ ভদ্রের স্ত্রী স্বপ্না ভদ্র ওরফে নুপুর (৫৭) ও প্রয়াত প্রদীপ ভদ্রের ছেলে রানা ভদ্রকে (২৫) আটক করা হয়।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক শিশু পাচারকারী চক্রের দুই সদস্য ও টাঙ্গাইল পৌর এলাকার তালতলার শাহজাহানের আবাহনী বিল্ডিংয়ের তিনতলা ভবনের নিচতলা ভাড়াটিয়া এবং মির্জাপুর উপজেলার বানিয়ারা কড়াইল গ্রামের প্রয়াত প্রদীপ ভদ্রের স্ত্রী স্বপ্না ভদ্র ওরফে নুপুর (৫৭) ও প্রয়াত প্রদীপ ভদ্রের ছেলে রানা ভদ্রকে (২৫) আটক করা হয়। এ সময় তাদের কাছে লালিত পালিত শ্যামা (১২), সংগীত (১১), কাজল (১০), কৃষান (৪) ও অনল (৪) নামের ৫ শিশুকে উদ্ধার করা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।