কিশোরগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২০ জুন ২০১৫
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে এগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়। শনিবার দুপুর ১টার দিকে কটিয়াদীর করগাঁও বাজারে এসব অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার করগাঁও ইউনিয়নের বিভিন্ন হাওরে অভিযান চালায়। এসময় জেলেদের নৌকা থেকে ২২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।

নূর মোহাম্মদ/এসএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।