জেএসসি পরীক্ষার্থী সুমাইয়া এখন বধূ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে এক জেএসসি পরীক্ষার্থীর বিয়ে হয়েছে। তার নাম সুমাইয়া আক্তার। সে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল করিমের মেয়ে।

এ বছর ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে তার। গতকাল শুক্রবার সুমাইয়ার বিয়ে হয় বলে মা পারভীন আক্তার জানিয়েছেন।

জানা গেছে, প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফেরদৌস সিকদারের ছেলে প্রবাসী উজ্জ্বল সিকদার বিয়ের জন্য সিঙ্গাপুর থেকে দেশে আসেন। গত শুক্রবার তিনি পরিবারের পছন্দমতো মেয়ে সুমাইয়াকে বিয়ে করেন।

শনিবার ছিট মামুদপুর স্কুলে গিয়ে জানা যায়, বুধবার থেকে জেএসসি পরীক্ষার মডেল টেস্ট শুরু হয়। এতে বুধ ও বৃহস্পতিবার সুমাইয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। কিন্তু বিয়ের কারণে শনিবার সে পরীক্ষা দিতে আসেনি।

Mirzapur-Marry2

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও সহকারী শিক্ষক ময়নাল হোসেনসহ আরও কয়েকজন শিক্ষক সাংবাদিকদের জানান, সুমাইয়ার বিয়ের বিষয়টি তার সহপাঠীদের কাছে শিক্ষকরা শুনেছেন। জেএসসি পরীক্ষার নিবন্ধন অনুযায়ী সুমাইয়ার জন্ম তারিখ ৫ মার্চ ২০০২।

এদিকে সুমাইয়াদের বাড়িতে গিয়ে কথা হলে মা পারভীন আক্তার জানান, মোবাইলফোনে প্রেমের সম্পর্কের কারণে প্রবাসী স্বামীর মতামত নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন। এজন্য টাঙ্গাইলের আদালত থেকে এফিডেভিট (কোর্ট ম্যারেজ) করানো হয়েছে। তবে তিনি কোর্ট ম্যারেজ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।

সুমাইয়ার স্বামী উজ্জ্বল সিকদার জানান, পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন। এর আগে তিনি কোর্ট ম্যারেজও করেছেন। তবে তিনিও কোনো কাগজ দেখাতে পারেননি।

তরফপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের মাধ্যমে খবর পেয়ে বিয়ে বন্ধের জন্য সুমাইয়ার পরিবারের সদস্যদের বারবার অনুরোধ করেছেন। কিন্তু তারা তা মানেননি। কাউকে না জানিয়ে শুক্রবার সন্ধ্যার পর সুমাইয়াকে বিয়ে দেয়া হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন জানান, বাল্যবিবাহের খবর শুনে তা বন্ধ করতে স্থানীয় ইউপি সদস্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।