সড়ক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
যশোরের পতেঙ্গালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পতেঙ্গালী এলাকায় সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পতেঙ্গালী ও মালঞ্চির মাঝামাঝি এলাকায় রাস্তার উপর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস