পুত্রবধূর বটির কোপে শাশুড়ি হাসপাতালে


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৬ জুন ২০১৫
প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে পুত্রবধূর বটির কোপে শাশুড়ি আছমা আহম্মেদ (৫৬) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ অভিযোগে পুত্রবধূ মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. আফছানা বেগমকে (২৭) আটক করেছে। আহত আছমা আহম্মেদ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

শুক্রবার দুপুর ১২টায় আটক পুত্রবধূ আফছানা বেগমকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টায় এ ঘটনা ঘটে এবং রাতেই পুলিশ তাকে আটক করে।

বীরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সফিউর রহমান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলার শিবরামপুর ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী আছমা আহম্মেদ এবং ছেলে মো. আনোয়ার হোসেনের সঙ্গে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে পুত্রবধূ মোছা. আফছানা বেগম বটি দিয়ে শাশুড়ি আছমা আহম্মেদকে কুপিয়ে আহত করেন। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহতকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতলে ভর্তি করেন। এসময় জনতা মোছা. আফছানা বেগমকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। আহতর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
 
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রাতেই আহতের ভাই ঠাকুরগাঁও জেলার মো. আব্দুল হেলিমের ছেলে মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মোছা. আফছানা বেগম (২৭) এবং তার ভাই ঠাকুরগাঁও জেলার মিলনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আজগর আলীকে (৩২) আসামি করে মামলা দায়ের করেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।