সমবায় সমিতির উপর আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:০৩ এএম, ২৭ জুন ২০১৫

নতুন বাজেটে সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা।

সমবায় সমিতিগুলোর জাতীয় সংগঠন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. কালব দিনাজপুর প্রেসক্লাবের সামনে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, স্বল্প আয়ের সমবায়ীরা তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখছেন। বক্তারা দাবি করেন, নতুন বাজেটে সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব দেশের স্বল্প আয়ের মানুষের এই সঞ্চয়ী সংগঠনগুলোর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই দেশের ক্ষুদ্র আয়ের মানুষকে স্বাবলম্বী করতে সমবায় খাতকে সম্পূর্ণ করমুক্ত রাখার দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন, কালব-এর দিনাজপুর জেলা ব্যবস্থাপক মো. মোজাফ্ফর হোসেন, সুইহারী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ক্লেমেন তির্কী, ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারি আরজুনা বেগম, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসাইন বাবলু, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান লাইজু, বালুবাড়ী মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাঈদা জামান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে দিনাজপুর জেলার সকল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।