মির্জাপুরে বাস খাদে : দু’জনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের আতোয়ার রহমানের স্ত্রী পারভীন বেগম (৫৫) ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের দীপক সূত্রধরের ছেলে শওকা সূত্রধর (৩)। আহতদের মধ্যে ১০ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাস মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সবাইকে উদ্ধার করতে পারলেও শওকা নামে এক শিশু নিখোঁজ থাকে।

খবর পেয়ে মির্জাপুর থানা, গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের সাহায্যে পাড়ে তোলে। এসময় মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশু শওকার খোঁজ না পেয়ে তিন ঘণ্টা খোঁজার পর পানি নিষ্কাশন করে বিকেলে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে পারভীন বেগম কুমুদিনী হাসপাতালে মারা যান।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এস এম এরশাদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।