যুবককে জবাই করে হত্যা : ছেলের হাতে বাবা খুন
কিশোরগঞ্জের তাড়াইলে নয়ন আকন্দ (২৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বোববার বিকেলে ৪টার দিকে উপজেলার দিকদাইর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন দক্ষিণনগর গ্রামের ভানু আকন্দের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে ৪টার দিকে দক্ষিণনগর গ্রামে জঙ্গলাকীর্ণ একটি রাস্তার পাশে নয়নের গলাকাট মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
তাড়াইল থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, জেলার অষ্টগ্রামে ছেলের হাতে খুন হয়েছে বাবা আব্দুর রাজ্জাক। শনিবার রাতে উপজেলার আদমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক আদমপুর ইউনিয়নের দরগাহাটি গ্রামের বাসিন্দা।
অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেছেন।
নূর মোহাম্মদ/এআরএ/পিআর