নোয়াখালীতে পেট্রলবোমাসহ শিবিরের ৩৮ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৬ মার্চ ২০১৮

নোয়াখালীর মাইজদীতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে শিবিরের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার আমেনা মঞ্জিলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় ২১টি পেট্রলবোমা, আটটি কিরিচ, প্রচুর জিহাদি বই ও আটটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Noakhali-Shiber-Atok2

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে নোয়াখালী পৌর শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল রাকিবসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন, নোয়াখালী সরকারি কলেজের ১৯ জন, বিভিন্ন মাদরাসার ৭ জন, নোয়াখালী পলিটেকনিক কলেজের একজন, কুমিল্লা ল কলেজের একজনসহ শিবিরের ৩৮ নেতাকর্মী রয়েছে।

Noakhali-Shiber-Atok2

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, একটি সংগঠনের নামে শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।