দেশে আর কোনো বেকার থাকবে না : ভূমিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১০ মার্চ ২০১৮

শনিবার শতবছর পূর্তি উদযাপন করল ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯১৭ সালের এই দিনে। ১০১ বছর ধরে বিদ্যালয়টি সাক্ষী হয়ে আছে ঔপনিবেশিক শাসন ও পাকিস্তানি আমলের। বিদ্যালয় শুরুর দিনটিকে স্মরণ করে উৎসবে মেতেছে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক কৃতি মানুষ তৈরি করেছে। তাদের অনেকেই সমাজ এবং দেশের জন্য ভূমিকা রাখছেন।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে চলছে। আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। এখানে আগামীতে আর কোনো বেকার থাকবে না। সকল শিক্ষার্থীকে মনযোগ দিয়ে লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান তিনি।

দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবছর পূর্তির বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনভর নানা কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

jagonews24

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র বশির আহমেদ বকুলের সভাপতিত্বে ও কামাল মোস্তফা শরীফের পরিচালনায় শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসবি-ক্যামব্রিয়ান অ্যাডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ।

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালনের দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ, সেমিনার, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।