ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ মার্চ ২০১৮

পাবনার চাটমোহর উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভাতিজাদের মারপিটে ও হাতুড়ির আঘাতে মকবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার গুনাইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন- গুনাইগাছা গ্রামের আবুল হোসেনের তিন ছেলে আমিন উদ্দিন, সোহেল রানা ও শহীদুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাচা মকবুলের সঙ্গে শুক্রবার সকালে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের ধরে জের ধরে ভাতিজা আমিন উদ্দিনের ঝগড়া হয়। পরে কথাকাটাকাটির একপর্যায়ে আমিন উদ্দিন তার ভাই শহীদুল, সোহেল রানাসহ অন্যরা মিলে মকবুল হোসেনকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা মকবুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান মন্ডল জানান, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষরণে মকবুল হোসেন মারা গেছেন। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একে জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।