পাবনায় শিলা বৃষ্টিতে শতাধিক নারী-পুরুষ আহত
পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আঘাতে শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলের ঝড়-বৃষ্টিতে আহতদের মধ্যে অর্ধশতাধিক নারী-পুরুষকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে সূত্র জানায়, হাসপাতালে ঝড়ের পর থেকেই রোগীর ভিড় বাড়তে থাকে। বড় বড় শিলের আঘাতে অধিকাংশ মানুষ মাথায়, চোখে ও মুখে রক্তাক্ত জখম হয়েছেন। রোগীদের ভিড় সামলাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরাও হিমশিম খান। হাসপাতালের ভেতরে কান্নার রোল পড়ে যায়।
এদিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিকে আম, লিচু, গম, রসুন, খেসারিসহ অন্যান্য ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার লন্ডভন্ড হয়ে গেছে। শিলের আঘাতে শতশত ঘরের টিনের চালা ভেঙে গেছে। একেকটি শিলের ওজন আড়াইশো থেকে তিনশ গ্রাম পর্যন্ত বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুল ইসলাম মন্ডল জানান, বেশির ভাগ রোগী শিলের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন। প্রায় অর্ধশতাধিক রোগীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বেশির ভাগ রোগীর মাথা ফেটে গেছে বলে জানান ওই চিকিৎসক।
উপজেলার বিলচলন ইউনিয়নের বাসিন্দা প্রভাষক ইকবাল কবির রঞ্জু জানান, এতো বড় শিল এর আগে পড়তে দেখা যায়নি বা শিলের আঘাতে এতো মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটেনি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
ক্ষতির ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার জানান, উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ খবর নেয়া হচ্ছে। অনেক মানুষ শিলের আঘাতে আহত হয়েছে বলে জেনেছি। ক্ষতির পরিমাণ নিরুপণ করে পরে বিস্তারিত জানানো যাবে।
একে জামান/আরএআর/পিআর