ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে ভোট ৭ মে
আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলবে।
বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও প্রেস ক্লাব নির্বাচনের কমিশনার মেহের নিগার।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ও ২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর ২৫ এপ্রিল প্রার্থীদের মনোনয়পত্র দাখিল এবং ২৬ এপ্রিল মনোনয়পত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
প্রেস ক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী জাগো নিউজকে বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যই নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশনকে সব ধরনের সহযোগিতার দেয়ার জন্য প্রস্তুত আছি আমরা।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর