ফেসবুকে ছবি দেখে নদী থেকে মরদেহ উদ্ধার করলো পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখে অজ্ঞাত এক ব্যক্তির পচে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তিতাস নদীর কাঞ্চনপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৩৫ থেকে ৪০ হবে বলে ধারণা করছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সকালে ফেসবুকে তিতাস নদীর কাঞ্চন ঘাটে এক ব্যক্তির মরদেহ ভাসার পোস্ট দেখতে পাই। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটিও স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর